কক্সবাজারে বি‌কেএস‌পির খেলোয়াড় বাছাই ৪ মে


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলা ক্রীড়া সংস্থার সহযো‌গিতায় বি‌কেএস‌পির খে‌লোয়াড় বাছাই কর্মসূচির তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামি ৪ মে (শনিবার) জেলার বীর‌শ্রেষ্ঠ রুহুল আমিন স্টে‌ডিয়ামে এটি অনু‌ষ্ঠিত হ‌বে।

আরও পড়ুন ‘আগামী ক্রিকেটারের খুঁজে চট্টগ্রাম বিভাগ’ কক্সবাজারে বাছাই কার্যক্রম

বয়স ভি‌ত্তিক আগ্রহী খে‌লোয়াড়দের যথাসম‌য়ে উপ‌স্থিত থাকার জন্য জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন অনু‌রোধ জানিয়েছেন।

উল্লেখ্য, আবেদন ফরম অনলাইনে পূরণ কর‌তে হ‌বে।


Related posts

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব জিডিপিতে

Chatgarsangbad.net

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আর নেই, মেয়রের শোক

Chatgarsangbad.net

৭ গুণীজনকে সংবর্ধনা দিলো বায়েজিদ ব্যবসায়ী সমিতি

Chatgarsangbad.net

Leave a Comment