আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় দ্বিখণ্ডিত প্রতিবন্ধী


পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় পেকুয়া চৌমুহনী চত্বরে আজ রবিবার বেলা ২ টার দিকে লবণ বোঝায় একটি ট্রাক পেকুয়া চৌমুহনী ফুল কলির সামনে আসলে প্রতিবন্ধী রাস্তা পারাপার করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দ্বি খণ্ডিত হয়ে যায়। নিহত আবদু ছালাম (প্রতিবন্ধী)- টইটং ইউনিয়ননের ১ নং ওয়ার্ডের বকসুমোড়া এলাকার মৃত্যু নুরুল আলমের পূত্র বলে জানা যায়।

উল্লেখ্য সে কয়েক বছর পুর্বে গাড়ী এক্সিডেন্ট করে ১ পা হারিয়েছিল- নিহত আবদু ছালাম। এলাকাবাসী জানান নিহত আবদু ছালাম টইটং বাজারের ব্যবসায়ী তিনি প্রতিবন্ধী বলে জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর