আজ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে “উপান্তিক” বিজিসিটিএমসি কালচারাল ক্লাব


রবিবার (১৩ আগস্ট) বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সকল শিক্ষক শিক্ষিকা, ডক্টরস এবং স্টুডেন্টস দের পক্ষ থেকে “উপান্তিক” বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ কালচারাল ক্লাব- সাতকানিয়া উপজেলার বন্যা কবলিত বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্থ প্রায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

সাতকানিয়ার গাটিয়াডাঙ্গা, রামপুর এলাকার শীল পাড়া, আদর্শ পাড়া, মুনশীর বাড়ি, শান্তি পাড়া, মনোবর পাড়া, এওচিয়া, হিন্দু পাড়া, আলীচান পাড়া, হুনহার পাড়া, লেইর পাড়া, জলদাশ পাড়ার ক্ষতিগ্রস্ত এবং ঘরবাড়িহীন সকল মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী, ঔষুধ এবং চিকিৎসাসেবা পৌছে দেন।

উক্ত কার্যক্রম পরিচালনায় ছিলেন, উপান্তিকের সভাপতি ডা: অনিন্দ্য সেন গুপ্ত, সাধারণ সম্পাদক ডা: শেখ সালমান হায়দার চৌধুরী, অর্থ সম্পাদক ডা: ফাহিম বিন আমিন, কর্মসূচি ও পরিচালনা বিষয়ক সম্পাদক আরমান হোসেন রণি, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইমরান খান এবং চমক দেব, সহ- প্রচার সম্পাদক নাফিউল ইসলাম এবং দেব জ্যোতি অখন্ড, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাগর দেব নাথ এবং দীপ্ত দাশ, কার্যকরী সদস্য- মোহাম্মদ মোস্তফা সিয়াম, আইয়ুব খান আদনান, জুলকার নাঈম, মুন্তাসির প্রমূখ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর