আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দীর্ঘ ৫০ বছর পর অনুষ্ঠিত হয়েছে বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন


সাদ্দাম হোসেন:

দীর্ঘ ৫০ বছর পর অনুষ্ঠিত হয়েছে বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন।

গত কাল শুক্রবার(২৬ মে)বিকালে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহুর, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জহির উদ্দীন জহির।

প্রধান অতিথি বক্তব্যে মো.জহুরুল ইসলাম জহুর বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করেছেন,যার সুফল দেশের প্রতিটি নাগরিক ভোগ করেছেন। জননেত্রী নতুন করে স্মাট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। স্মাট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াত জোট দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা পরিহার করতে হবে,দলের ঐক্য দলের বিজয় নিশ্চিত করবে।প্রধান অতিথি বক্তব্যে মো.জহুরুল ইসলাম জহুর এইসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক ইঞ্জিনিয়ার অমল রুদ্র সভাপত্বিতে লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজু ও আব্দুল হান্নান ফারুক সঞ্চালনায় উপস্থিত ছিলেন,বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মাইনুদ্দীন হাসান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এডভোকেট শাহাদত কবির বাহাদুর, শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ জামিল উদ্দিন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহাজান,
সহ-সম্পাদক কুতুব উদ্দিন শাহ ইমন, সদস্য মোহাম্মদ মহিউদ্দিন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আশীষ নাথ,সদস্য রফিকুল ইসলাম, মোজাহের আহম্মদ, অনিল সরকার, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রুনা সহ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় চার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিভিন্ন রং বেরংয়ের পেষ্টুন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ কর্মি সমর্থকদের সাথে নিয়ে সম্মেলনে উপস্থিত হন। জয়বাংলা স্লোগানে মুখরিত ছিল সম্মেলন স্থল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর