আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালী

বাঁশখালীতে ২০ জেলের লাখ টাকা অর্থদণ্ড


নিষেধাজ্ঞা অমান্য করায় বাঁশখালীর ছনুয়ায় ২০ জেলেকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (২৩ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ২২ জন জেলে, একটি ট্রলারসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যামে তাদের জরিমানা করেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান। পরে জব্দ হওয়া উপকরণ ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. কালুর জিম্মায় দেওয়া হয়। এসময় প্রায় ৮০ কেজি ইলিশ মাছ ১০টি এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, আটককৃত ২২ জন জেলের মধ্যে ২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি ২০ জনের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় ৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ট্রলারের মালিকপক্ষ থেকে তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর