আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ টেনিস ফেডারেশন

আন্তর্জাতিক আসরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেনিস ফেডারেশন


দেড় যুগের অবসান ঘটিয়ে গত জুলাইেয়ে টেনিস ফেডারেশনে নির্বাচিত হয়েছে নতুন বর্তমান কমিটি। দায়িত্ব নেয়ার অল্পদিনের মধ্যেই সংস্কারের মাধ্যমে পাল্টেছে জরাজীর্ণ টেনিসের চেহারা। অন্ধকার টেনিসে বিদ্যুৎ ফিরেছে।
প্রায় ঝিমিয়ে পড়া ফেডারেশন গত একশ’ দিনে বেশ ক’টি টুর্নামেন্টের আয়োজন করেছে দেশজুড়ে। বিবর্ণ অতীত পিছনে ফেলে এবার এগিয়ে যাওয়ার পালা। আগামী ছয় মাসে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে ঘরোয়া ও আন্তর্জাতিক আসর আয়োজনের মাধ্য দিয়ে টেনিসের জাগরণ চাইছেন বর্তমান কমিটির কর্তারা।

আজ দুপুরে টেনিস কমপ্লেক্সের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আগামী বছরের কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি জসিমউদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম এবং সদস্য শেখ মো. আসলাম।

সাধারণ সম্পাদক জানান, আগামী ছয় মাসের মধ্যে আমরা নানা আন্তর্জাতিক আসরের আয়োজন করতে যাচ্ছি। যার মধ্যে জানুয়ারিতে আইটিএফ এশিয়ান অ-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ, ফেব্রুয়ারিতে বিশ্ব জুনিয়র অ-১৪ টেনিস, একই মাসে জুনিয়র ডেভিস কাপ ও বিলি জিন কিং কাপ অ-১৬, জুনিয়র বিশ্ব টেনিস সিরিজ, আইটিএফ সিনিয়র মাস্টার্স কাপ এবং আইটিএফ অ-১২ সাউথ এশিয়ান দলগত প্রতিযোগিতা রয়েছে। তিনি আরো বলেন, এছাড়া ঘরোয়া আসরের মধ্যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্ত:স্কুল টেনিস, জুনিয়র টেনিস এবং টেনিস উৎসব হবে জুন মাস পর্যন্ত।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর