আহসান উদ্দীন পারভেজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার রাতে দুই উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এবার নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম- ১৫ আসনের (সাতকানিয়ায়-লোহাগাড়া) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বনফুল কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এমএ মোতালেব ৬ শতাধিক গাড়ি বহর নিয়ে নির্বাচনী শোডাউন করেছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে কেরানিহাট সি ওয়ার্ল্ড থেকে শোডাউন শুরু হয়। শোডাউনটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে লোহাগাড়ার চুনতি, বড়হাতিয়া ও সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দুপুরে কেরানিহাট সি-ওয়ার্ল্ডে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আ ম ম মিনহাজুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হিরু, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, এওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতকানিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী। আগামি নির্বাচনে এই আসন থেকে এমএ মোতালেবকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবিতে ওই শোডাউন করা হয়।
Leave a Reply