আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী

বস্ত্রখাতে বছরে ৬ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ


বস্ত্রখাতে শ্রমিকদের অদক্ষতার কারণে প্রতিবছর ৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে শ্রমমজুরি নিয়ে যাচ্ছে বাংলাদেশে কর্মরত বিদেশি শ্রমিকরা। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বস্ত্র প্রকৌশলীদের দক্ষ জনশক্তি হিসেবে কাজে লাগাতে হবে। তাদের সহায়তা দিতে যা যা করণীয় তাই করা হবে। আমরা চাইনা বিদেশিরা দেশের ডলার নিয়ে যাক। দেশের দক্ষ জনশক্তি কাজে লাগালেই ৬ বিলিয়ন ডলার বাইরে যাবে না। সেই জন্য বস্ত্র প্রকৌশলীদের আরও বেশি সচেষ্ট হতে হবে।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর টেক্সটাইল প্রকৌশল বিভাগের উদ্যোগে আইইবির সদর দপ্তরের কাউন্সিল হলে ‘বস্ত্র এবং তৈরি পোশাক শিল্পে বিদেশি কর্মীদের আধিপত্য-আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, দেশে বিদেশি কর্মী দরকার বা দরকার নেই তা নির্ধারণ করবেন আপনারাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে বিদেশি কর্মীরা সঠিকভাবে কাজ করছে কিনা, সময়ের বেশি এদেশে অবস্থান করছে কিনা। বস্ত্র প্রকৌশলীরা বেকার থাকে না। আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েকে সহায়তা করতে পারেন। বস্ত্র পোশাক শিল্পের পরিবেশ সুন্দর করে দেন। যেখানে আপনাদের আইনগত সহায়তা দরকার সেখানে আপনাদের সঙ্গে থাকবো। আপনারা গবেষণা করবেন। এই শিল্পের উন্নয়ন করবেন এটাই প্রত্যাশা।
সম্মানিত অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, বস্ত্র ও পোশাক শিল্পে আমাদের স্বনির্ভর সক্ষমতা আছে। এদেশে ৭০টি গ্রীন কারখানা রয়েছে। সেখানে অনেক শ্রমিক কাজ করছে। এই শ্রমিকদের যুগোপযোগী প্রশিক্ষণ পেলে বিদেশ নির্ভরতা কমে যাবে। বিদেশি কর্মীদের উপর কর আরোপ করলে দেশের আয় বেড়ে যাবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযাদ্ধা এবং বস্ত্র প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা, বুটেক্সের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার এম. এ. কাসেম, আইইবির ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, আইইবির টিইডি আইইবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম নুরুল ইসলাম, আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান ও ইঞ্জিনিয়ার এস. এম, সিরাজুল ইসলাম।
আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু সেমিনারের স্বাগত বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
সেমিনারে সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বুটেক্সের টেক্সটাইল ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। সেমিনারে আইইবির বস্ত্র প্রকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ আতিকুর রহমানের সঞ্চালনায় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট খন্দকার মনজুর মোর্শেদ, সম্পাদক আবু সাঈদ হিরো ও বস্ত্র প্রকৌশলের ভাইস-চেয়ারম্যান আসাদ হোসেন।
সূত্র : বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর