স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছে। আজ শনিবার ফাইনালে ওঠার লড়াই তাদের; প্রতিপক্ষ পাকিস্তান। এ ম্যাচে জিততে পারলেই ফাইনালে উঠবে লাল-সবুজের জার্সিধারীরা। আর হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। আজ সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হবে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে।
এর আগে একই স্টেডিয়ামে দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে ভারত লড়বে নেপালের বিপক্ষে।
পাকিস্তানকে শক্ত প্রতিপক্ষ বলা হচ্ছে। কারণ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবেই সেমিফাইনালে উঠেছে তারা। চার দলের এই গ্রুপে তারা নেপালকে ১-০ গোলে এবং শ্রীলংকাকে হারিয়েছে ৫-১ গোলের ব্যবধানে। তবে ৩-৩ গোলে ড্র করেছে স্বাগতিক ভুটানের বিপক্ষে। পাকিস্তানকে সেমিফাইনালে তোলার অন্যতম কারিগর ফরোয়ার্ড সোবহান করিম। ভুটানের বিপক্ষে এক গোল করে দলকে এক পয়েন্ট এনে দিয়েছেন; শ্রীলংকার বিপক্ষে করেছেন দুই গোল। নেপালের বিপক্ষে জেতা ম্যাচের নায়ক মোহাম্মদ তালহাও ভয়ংকর।
অন্যদিকে তিন দলের এ-গ্রুপ থেকে সেমিফাইনালে আসতে বেশ কষ্ট হয়েছে বাংলাদেশকে।
Leave a Reply