‘ভারতকে হারানোর সামর্থ্য নেই বাংলাদেশের’


অনলাইন ডেস্ক

চলতি বিশ্বকাপে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর টানা দুই ম্যাচে পরাজিত হয়েছে টাইগাররা। অন্যদিকে, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত টানা তিন জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান করছে ভারত।

দুই দলের দুই মেরুতে অবস্থান দেখে অনেকেই একতরফা ম্যাচের সম্ভাবনা দেখছেন। ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার তো মনে করেন, রোহিত-কোহলিদের হারানোর সামর্থ্যই নেই বাংলাদেশের।

দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচের আগে এক অনুষ্ঠানে মাঞ্জরেকার বলেন, ‘সেরা ক্রিকেট খেলেও ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ। আমার মনে হয় বাংলাদেশের সেই সামর্থ্যই নেই। ’
মাঞ্জরেকার বলছেন বটে, কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সবশেষ ওয়ানডে সিরিজে ভারতকে ১-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তাছাড়া এশিয়া কাপেও ভারতীয় দলকে হারিয়ে দিয়েছিল সাকিববাহিনী। সবমিলিয়ে ২০১৯ সালের পর দুই দলের চার লড়াইয়ের ৩টিতেই জয়ী বাংলাদেশ।

অবশ্য মাঞ্জরেকার পরিসংখ্যানের ব্যাপারটি মাথায় রেখেও তার দাবি থেকে সরে আসেননি। তিনি বলেন, ‘তাদের (বাংলাদেশের) সেই ভারসাম্য নেই, যেটা ভারতের আছে। ভারতের ব্যাটিং গভীরতা, পেস বোলিং, লেগ স্পিনার-সবই আছে। বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে চেষ্টা করতে পারে। কিন্তু আমার মনে হয়, তাদের সেরাটাও যথেষ্ট নয় (ভারতকে হারাতে)।’


Related posts

এখন থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি : নীলা ইস্রাফিল

Mohammad Mustafa Kamal Nejami

জ্বালানী তেলের দাম কমায় গণপরিবহনের ভাড়া কমানোর উদ্যোগ

Chatgarsangbad.net

সীতাকুণ্ডে বাল্যবিয়ে পণ্ড ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment