আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

টি-টুয়েনিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ভরাডুবি


অনলাইন ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলেও হেরেছে বাংলাদেশ। রবিবার (৩১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ বলে অপরাজিত ৬২ রান করেছেন জ্যোতি।

জবাবে খেলতে নেমে ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৫ রান করেছেন অ্যালিসা হিলি।

১২৭ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় বইয়ে দেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। ৩৪ বলে ফিফটি করেন হিলি। আরেক ওপেনার মুনি ব্যক্তিগত ফিফটি করতে খেলেছেন ৩৫ বল। দুই ওপেনারের জোড়া ফিফটিতে ১০ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

এর আগে বাংলাদেশের ইনিংসের শুরুটা হয়েছিলো বাজেভাবে। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার। তিনে নেমে ডাক খেয়েছেন সুবহানা মোস্তারিও। এই টপঅর্ডার ব্যাটার ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।

২ রানে ২ উইকেট হারানোর পর দলকে তৃতীয় উইকেট জুটিতে মুর্শিদা খাতুন দলকে টেনে তোলেন জ্যোতি। চারে নেমে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক। ৫৭ বলে পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখা। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৪ বলে ৬২ রান করে।

এছাড়া ২৭ বলে ২০ রান করেছেন মুর্শিদা। আর শেষের দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১ বলে ২৭ রান করেছেন ফাহিমা খাতুন। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

তথ্যসূত্র: যুগান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর