বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২৫ নভেম্বর


অনলাইন ডেস্কঃ বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন ও কবি ও সাংবাদিক ওমর কায়সার। সম্প্রতি ২০২৩ সালের এই সাহিত্য পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে বাংলা একাডেমি।

ড. অনুপম সেন ‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ ও ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি ওমর কায়সার।

আগামী ২৫ নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় এ পুরস্কার তুলে দেওয়া হবে।

চলতি বছরের ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ; রামেন্দু মজুমদার পাচ্ছেন ‘অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ নাট্যজন পুরস্কার’।

‘আবু রুশদ সাহিত্য পুরস্কার’ এ ভূষিত হয়েছেন ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ। ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ডা. এ বি এম আবদুল্লাহ।

আরও পড়ুন চট্টগ্রাম একাডেমিতে বঙ্গসাহিত্য সম্মেলন

নির্মলেন্দু গুণ, রামেন্দু মজুমদার, এ বি এম আবদুল্লাহ, মোহাম্মদ হারুন-উর-রশিদ ও অনুপম সেনের পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

এছাড়া ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে’ ভূষিত হচ্ছেন কবি ওমর কায়সার;

বোস-আইনস্টাইন কনডেনসেট: বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান গ্রন্থের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কারে’ মনোনীত হয়েছেন আবদুল গাফফার।

ওমর কায়সার এবং আবদুল গাফফারের পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।

তথ্যসূত্র: সিভয়েস২৪


Related posts

ডলারের তদন্তে ডিজিটাল হুন্ডি চক্রের সন্ধান পেলো সিআইডি

Chatgarsangbad.net

শাহ আমানত সেতু এলাকায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

Chatgarsangbad.net

নদভীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইসিতে

Chatgarsangbad.net

Leave a Comment