Hom Sliderবাংলাদেশ

শোক দিবসে ৮২০ শিক্ষার্থীকে চসিকের আর্থিক অনুদান


চাটগাঁর সংবাদ ডেস্কঃ জাতীয় শোক দিবসে চট্টগ্রাম সিটি কর্পেোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডের ৮২০জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে থিয়েটার ইন্সটিটিউটে শোক দিবসের এক অনুষ্ঠানে এ অনুদান দেন মেয়র। প্রতিটি ওয়ার্ডে ২০জন মেধাবী শিক্ষার্থী এ অনুদান পাচ্ছেন। অনুষ্ঠানে চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মেয়র।

এছাড়া শোক দিবস উপলক্ষে নগরীর সদরঘাটের চসিক মেমন মাতৃসদন হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন মেয়র।

এর আগে চসিকের টাইগারপাসস্থ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কনফারেন্স রুমে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে মেয়র বলেন, ‘জাতির পিতার লড়াই ছিল দেশ স্বাধীন করার লড়াই।’

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, আবদুল মান্নান, আবদুস সালাম মাসুম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, জহর লাল হাজারী, রুমকি সেনগুপ্ত, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, ঝুলন কুমার দাশ, শাহীন উল আলম, স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমাম হোসেন রানা, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, উপ-সচিব আশেক রাসুল টিপু ও সিবিএ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুনুর রশিদ।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

ফিলিস্তিনী জনগণের উপর ইসরাইলী গণহত্যা ও সীমাহীন আগ্রাসনের বিরুদ্ধে আইআইইউসি উপাচার্যের বিবৃতি

Chatgarsangbad.net

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সা. সম্পাদক নয়ন

Chatgarsangbad.net

পুলিশের ওসিকে হুমকি দেওয়ায় বিএনপি নেতার পদ স্থগিত

Saddam Hossain

Leave a Comment