চট্টগ্রাম

চন্দনাইশে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত


মুহাম্মদ আরফাত হোসেনঃ চন্দনাইশে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, আ.লীগ, অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। ১৫ আগস্ট সকালে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধ-নির্মিত করে রাখা হয়। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, মেয়র লোকমান হাকিম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, পল্লী বিদ্যুৎ সমিতি, সাব-রেজিষ্টার অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চন্দনাইশ প্রেস ক্লাব, উপজেলা পৌরসভা যুবলীগ, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়, কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয়, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, বরমা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, মেয়র লোকমান হাকিম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Related posts

পটিয়ায় পিআইবির আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ ৯-১১ আগস্ট

Chatgarsangbad.net

চন্দনাইশে গণহত্যা দিবস পালিত

Chatgarsangbad.net

চন্দনাইশে ২৮ দিনে পেনশন স্কিমের আওতায় এসেছেন ১৪১০ জন

Chatgarsangbad.net

Leave a Comment