আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: মেয়রের কাছে ট্রফি হস্তান্তর করছে চসিকের ফুটবল টিম

বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে চ্যাম্পিয়ন চসিক


অনলাইন ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭, বালক) বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ফুটবল টিম। সম্প্রতি চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর কাছে ট্রফিটি হস্তান্তর করে বিজয়ী দল।

আরও পড়ুন চসিকের পে-পার্কিং প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ২৩ জানুয়ারি

এসময় মেয়র বলেন, ক্রীড়াক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে সু-প্রজন্ম গড়তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভূমিকা রাখছে। আমি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলছি। এছাড়া বিভিন্ন পরিত্যক্ত স্থানেও খেলার মাঠ ও শিশুদের জন্য জোন গড়ে তোলা হচ্ছে। ক্রীড়াক্ষেত্র সম্প্রসারণে চসিক ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।

অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, সচিব খালেদ মাহমুদ, পুলক খাস্তগীর, আতাউল্লা চৌধুরী, নূর মোস্তফা টিনু, আবদুল মান্নান, হুরে আরা বেগম, আনজুমান আরা, সিটি কর্পোরেশন একাদশের সাধারণ সম্পাদক আলী আকবর এবং বিজয়ী দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর