Hom Sliderবাংলাদেশ

জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির ভিসির শ্রদ্ধা


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মুহাম্মদমাহফুজুল ইসলাম আজ সকালে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি সকাল সাড়ে দশটায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট এর শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভি সি, ট্রেজার, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘয়ু কামনায় প্রার্থনা করেন। এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখেন।

সূত্র: বাসস


Related posts

আইআইইউসিতে ইংরেজি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চন্দনাইশে গরু চোরের গুলিতে আহত ৩

Chatgarsangbad.net

৩ দফা মোসাদের সঙ্গে নুরের বৈঠক, দা‌বি ফিলিস্তিন রাষ্ট্রদূতের

Chatgarsangbad.net

Leave a Comment