বাংলাদেশ

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বাজুস


নিজস্ব প্রতিবেদকব: চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১৭ জুলাই) সকালে এ উপলক্ষে নগরীর রঙ্গম টাওয়ারের সামনে থেকে র‌্যালি-শোভাযাত্রা বের হয়, লালদীঘি ময়দান থেকে ওড়ানো হয় বেলুন এবং কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমিতির কার্যালয়ে এসে শেষ হয়। এসময় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করে কেক কাটেন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর জওহর লাল হাজারী। এসময় তিনি বলেন, ‘চট্টগ্রামে বাজুসের স্বর্ণ ব্যবসায়ী সদস্যরা সততার সাথে ব্যবসা করে যাচ্ছেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বাজুসের চট্টগ্রাম বিভাগের সভাপতি মুণাল কান্তি ধর। চাটগাঁর সংবাদের সাথে আলাপকালে তিনি বলেন, চট্টগ্রামে বাজুসের সদস্য সরকারি নীতিমালা অনুযায়ী স্বর্ণ ব্যবসা পরিচালনা করছেন। চট্টগ্রামে গ্রাহকদের যাতে কোনো ধরনের হয়রানি না হয় সেজন্য আমরা নিষ্ঠার সাথে কাজ করছি। সংগঠনের সভাপতি সায়েম সোবহান তানভীরের নেতৃত্বে চট্টগ্রামে বাজুস সততার সাথে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সহযোগীতায় দেশে গোল্ড রিফাইনারী শিল্প চালু হয়েছে। আগামী বছরের প্রথম থেকে আমরা স্বর্ণ রপ্তানীতে যাচ্ছি। ভবিষ্যতে এ শিল্প গার্মেন্টস শিল্পের চেয়েও বেশি দেশে অবদান রাখবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদুল কান্তি ধর, দিলীপ কুমার ধর, হারাধন মহাজন, বিপ্লব বসাক, লিটন কান্তি ধর, যীশু বণিক, কাজল বণিক, প্রদীপ গুহ, হিরন্ময় ধর, সুকুমার দে, মোঃ শাহজাহান সিদ্দিকী, খোকন ধর, হাজী মোহাম্মদ নুরুল হক, সুজিত কুমার ধর, প্রতাপ ধর মিনা নাথ ধর, গোপীনাথ ধর, রুবেল কান্তি ধর, তপন কান্তি ধর, স্বপন চৌধুরী, রণি বণিক, মিন্টু ধর, শম্ভু ধর, রাজীব ধর, তমাল বরুণ হাজারী, বিপ্লব কান্তি ধর, স্বপন কুমার ধর, নুরুল আবছার চৌধুরী, রুপন কান্তি ধর, শান্তনু বণিক, দিলীপ কুমার বণিক প্রমুখ। প্রসঙ্গত, বাজুসের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিলো ‘সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়’।


Related posts

বিএনপি সাংঘর্ষিক রাজনীতি চায়: ড. হাছান মাহমুদ

Chatgarsangbad.net

মাতৃদুগ্ধ দিবস: স্তন্যপানকে অগ্রাধিকার দিন

Saddam Hossain

সীমান্তে আবারও গোলাগুলির শব্দ, সতর্ক অবস্থানে বিজিবি

Chatgarsangbad.net

Leave a Comment