পতেঙ্গায় বাগীশিক’র বার্ষিক গীতা পরিক্ষা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে ৭ এপ্রিল সকাল ১০ টায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে অভিন্ন সিলেবাসে বার্ষিক গীতা পরিক্ষা অনুষ্ঠিত হয়।

বাগীশিক পতেঙ্গা থানা সংসদ ও ইপিজেড থানা সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন মন্দির কমিটির প্রায় ৩২০ জন গীতা শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান উপদেষ্টা অজয় কৃষ্ণ মজুমদার, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী,উত্তম মহাজন নব,লায়ন মানিক রতন শর্মা, ইন্জিনিয়ার সন্জয় চক্রবর্তী মানিক, মহানগর সংসদের লায়ন প্রদীপ চক্রবর্তী, কেন্দ্র সচিব উত্তম শীল, বাগীশিক পতেঙ্গা থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নগর সংসদের সিনিয়র সদস্য লিটন চৌধুরী,বাসুদেব সেনগুপ্ত।পতেঙ্গা থানার সভাপতি সুজন শীল,সাধারণ সম্পাদক কাজল চৌধুরী, ইপিজেড থানা সংসদের সভাপতি এডিসন দেব রিজভী, সাধারণ সম্পাদক স্বরুপ শীল, রিপন দাশ বাবু,সুজন মজুমদার মনি।

পরিদর্শনকালে অজয় কৃষ্ণ মজুমদার বলেন,বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর অভিন্ন সিলেবাস গীতা পরিক্ষায় চট্টগ্রাম মহানগরের ৭ টি কেন্দ্রে ৩ হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেন। বিভিন্ন মন্দির কমিটি,অভিভাবক ও আয়োজক কমিটির সমন্বয়ে উৎসব মুখর পরিবেশে গীতা প্রতিযোগীতা সম্পন্ন করায় তিনি সকলকেই আন্তরিক ধন্যবাদ জানান।

উত্তম মহাজন নব এর পৃষ্ঠপোষকতায় গীতা শিক্ষার্থী ও আয়োজক কমিটির জন্য টিফিনের ব্যবস্থা করা হয়।


Related posts

রাঙামাটিতে পাহাড় ধস, আটকে পড়েছে কয়েক হাজার পর্যটক

Chatgarsangbad.net

কোস্ট ফাউন্ডেশন কোন মিডিয়া ট্রায়ালে মাথা নত করবেনা, অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Md Maruf

কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি থেকে বরখাস্ত সাবেক ছাত্রলীগ নেতা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment