বাংলাদেশ

৩ ফুটবলারকে বাড়তি বোনাস দিলো বাফুফে


সাফের সেমিফাইনালে খেলতে পারলে ৫০ লাখ টাকা বোনাসের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সংস্থাটির পক্ষে সভাপতি কাজী সালাউদ্দিন রবিবার (৯ জুলাই) সেই প্রতিশ্রুত বোনাসের অর্থ খেলোয়াড়দের হাতে ‍তুলে দিয়েছেন।

তবে আসরে ভালো পারফরম্যান্সের কারণে তিন ফুটবলারকে বাড়তি বোনাস দিয়েছেন তিনি। ফেডারেশনের পক্ষ থেকে সব খেলোয়াড়দের দেওয়া হয়েছে দেড় লাখ টাকা। সাফে সেরা গোলরক্ষক হয়েছেন আনিসুর রহমান জিকো এবং দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তরুণ ফুটবলার শেখ মোরসালিন। তাদেরকে অতিরিক্ত এক লাখ টাকা বোনাস দিয়েছেন কাজী সালাউদ্দিন। এছাড়া বিশ্বনাথ ঘোষকে পাঁচ লাখ টাকা বাড়তি পুরস্কার দেয়া হয়েছে।

বিশ্বনাথকে বড় অঙ্কের বোনাস দেওয়ার ঘটনা অবশ্য ভিন্ন। ভালো পারফরম্যান্সের পাশাপাশি নেপথ্যের কারণও বলেছেন সালাউদ্দিন। ভালো খেলার পাশাপাশি বিশ্বনাথের টিম স্পিরিটের প্রশংসা করেছেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘এ রকম খেলোয়াড়ই আমার দরকার।’

দলের মনোবল চাঙ্গা করতে বিশ্বনাথ যে পদক্ষেপ নিয়েছেন তার প্রশংসা করেছেন সালাউদ্দিন। দলের খেলোয়াড়দের আরও বেশি পুরস্কার দেওয়ার ইচ্ছা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তেমনটি করতে পারেননি বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।

তিনি বলেন, ‘আমার তেমন সামর্থ্য নেই। তাই খুব সামান্য অর্থ দিচ্ছি। তোমরা অবশ্যই এর চেয়ে বেশি ডিজার্ভ করো। আমার সামর্থ্য থাকলে অবশ্যই বেশি দিতাম।’

তথ্যসূত্র: বাংলনিউজ২৪


Related posts

ঘৌর দৌড় প্রতিযোগীতা গ্রামিন সংস্কৃতির বিশেষ ঐতিহ্য বহন করে: আজিজুল বারী হেলাল

Chatgarsangbad.net

চট্টগ্রাম-কক্সবাজারসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত

Chatgarsangbad.net

পিকআপের মুখোমুখি সংঘর্ষে পটিয়ায় মোটর সাইকেল চালকের মৃত্যু

Chatgarsangbad.net

Leave a Comment