আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এশিয়া কাপের সূচি ঘোষণা


ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের সূচি নিয়ে গত কয়েক মাসে অনেক জল্পনা-কল্পনাই তৈরি হয়েছিল। বিভিন্ন সূত্রে একেক সময় একক খবর আর গুঞ্জনই শুধু শোনা গেছে। অবশেষ জানা গেল ২০২৩ এশিয়া কাপের সূচি। আগেই ঘোষিত হাইব্রিড মডেলে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা ও পাকিস্তান—দুই দেশেই।

মুলতানে ৩০ আগস্ট এশিয়া কাপ শুরু পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে। পরের দিন ক্যান্ডিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ ক্যান্ডিতে। ৩ সেপ্টেম্বর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাহোরে। বাংলাদেশ যদি সুপার ফোরে ওঠে তবে তাদের আরেকটি ম্যাচ খেলতে হবে লাহোরে, ৬ সেপ্টেম্বর।

আগের সিদ্ধান্ত অনুযায়ী ভারত তাদের প্রতিটি ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। এবারের এশিয়া কাপে ভেন্যু মোট চারটি—মুলতান, লাহোর, ক্যান্ডি ও কলম্বো। পাকিস্তানে সুপার ফোরের একটি ও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ হতে যাচ্ছে। জটিল এ সূচিতে ভারত বাদে বাকি সব দলগুলোকে ভালোই ভ্রমণ ঝক্কি পোহাতে হবে। টুর্নামেন্টের ফাইনাল ১৭ সেপ্টেম্বর, কলম্বোয়।

২০২৩ এশিয়া কাপের সূচি

গ্রুপ-এ গ্রুপ-বি
পাকিস্তান, ভারত ও নেপাল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান

তারিখ গ্রুপ পর্ব ভেন্যু
৩০ আগস্ট পাকিস্তান-নেপাল মুলতান
৩১ আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্যান্ডি
২ সেপ্টেম্বর পাকিস্তান-ভারত ক্যান্ডি
৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান লাহোর
৪ সেপ্টেম্বর ভারত-নেপাল ক্যান্ডি
৫ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলঙ্কা লাহোর

সুপার-ফোর
৬ সেপ্টেম্বর এ১-বি২ লাহোর
৯ সেপ্টেম্বর বি১-বি২ কলম্বো
১০ সেপ্টেম্বর এ১-এ২ কলম্বো
১২ সেপ্টেম্বর এ২-বি১ কলম্বো
১৪ সেপ্টেম্বর এ১-বি১ কলম্বো
১৫ সেপ্টেম্বর এ২-বি২ কলম্বো

ফাইনাল
১৭ সেপ্টেম্বর সুপার ফোর ১-২ কলম্বো


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর