আহসান উদ্দীন পারভেজ:
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি সবার জন্য, শুধু আওয়ামী লীগের জন্য নয়। বিএনপি এত উৎফুল্ল হয়ে লাভ নেই। যারা নির্বাচনে বাধা সৃষ্টি করবে তাদের জন্য এই ভিসানীতি। ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। ’ উন্নয়নের জন্য জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে। আমাদের ভুলত্রুটি আছে, তবে এমন ভুল করিনি জাতিকে তার প্রায়শ্চিত্ত করতে হবে। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে, তবে দেশের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলিনি। তিনি আরও বলেন, তিলে তিলে জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে ৭০ এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ করেছিলেন। আজ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। জাতি হিসেবে আমরা গর্ব করার মতো একটা অবস্থানে পৌঁছেছি।
শনিবার বিকেলে নগরীর কাজির দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রাক্তন সাংগঠনিক সম্পাদক এড. জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নজরুল ইসলাম চৌধুরী এমপি। জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি বলেন, আওয়ামী লীগ সংগ্রামে বিজয়ে গৌরবে সুদীর্ঘকাল পার করেছে। এই উপমহাদেশে এই দলের বিশাল বিশাল অর্জন বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছে। যে অর্জণগুলো জনগণের অধিকার, উন্নয়ন ও মর্যাদার সাথে সম্পর্কিত। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ঐতিহাসিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে মাথা উঁচু করে এখন আমরা বলতে পারি, শেখ হাসিনা নতুন মাত্রায় নতুন উচ্চতায় বাংলাদেশকে নিয়ে গেছেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামী লীগ জন্মে ও কর্মে সফল একটি দলের নাম। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রাক্তন সাংগঠনিক সম্পাদক এড. জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এস এম আবুল কালাম, চেমন আরা তৈয়ব, সাবেক প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, শাহাজাদা মহিউদ্দিন, প্রদীপ দাশ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, বোয়ালখালী উপজেলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, জাফর আলম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: জোবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মো: গালিব সাদলী প্রমুখ।
Leave a Reply