আজ ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার খসড়া অনুমোদন


অনলাইন ডেস্কঃ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা-২০২৩ এর খসড়া অনুমোদন দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। রবিবার (২৪ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর বিধিমালা সম্পর্কে অবহিতকরণ’ শীর্ষক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন ভূমি খাতে সুশাসন নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী

ভূমি সচিব মো. খলিলুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দ্রুত প্রণয়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর খসড়া বিধিমালা এখন আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর আইনের বিধিমালা কার্যকর হবে।

তথ্যসূত্র; বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর