৬ প্রকল্পে ৮ হাজার ৭৩৯ কোটি টাকার অনুমোদন


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ৭৩৯ কোটি টাকা ব্যয় সম্বলিত ছয়টি প্রকল্প অনুমোদন করেছে। এরমধ্যে সরকারি অর্থায়ন পাঁচ হাজার ৯২৯ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ দুই হাজার ৮১০ কোটি ৬৪ লাখ টাকা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে যুক্ত ছিলেন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া (ধরখার) জাতীয় মহাসড়ককে (এন-১০২) চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পসহ মোট ৬টি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। চার লেন প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৩৭৮ কোটি টাকা এবং ভারতীয় ঋণ থেকে ২ হাজার ৮১০ কোটি টাকা পাওয়া যাবে। প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে জুন ২০২৬ সালে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রকল্পটি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, কসবা ও আখাউড়া উপজেলায় বাস্তবায়ন করা হবে।


Related posts

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের পাশে থাকার ঘোষণা ডিপো পরিচালক মুজিবুর রহমানের

Chatgarsangbad.net

চট্টগ্রাম বন্দরে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে

Chatgarsangbad.net

বেঁচে থাকলে ৭২তম জন্মদিন উদযাপন করতেন হুমায়ুন ফরীদি

Chatgarsangbad.net

Leave a Comment