আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হতদরিদ্র উপজাতি পারিবারে ও কুকিছড়া পাড়ার বৌদ্ধ বিহারের কম্বল ও শীতের গরম কাপড় বিতরণ করেন মানবিক সহায়তা সংগঠন ‘অনুভব ফাউন্ডেশন’

সাংবাদিক ইফতেকার নুর তিশন নেতৃত্বে অনুভব ফাউন্ডেশন কম্বল বিতরণ


শীতে দরিদ্র-হতদরিদ্র উপজাতি পারিবারে ও কুকিছড়া পাড়ার বৌদ্ধ বিহারের কম্বল ও শীতের গরম কাপড় বিতরণ করেন মানবিক সহায়তা সংগঠন ‘অনুভব ফাউন্ডেশন’। শনিবার (২৮ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি গুইমারা উপজেলার কুকিছড়া পাড়ায় ১০০ ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, ‘অনুভব ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান সাংবাদিক ইফতেকার নুর তিশন, অর্থ সম্পাদক লোকমান উদ্দীন, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম ও মোহাম্মদ আরাফাত।

শীতবস্ত্র বিতরণকালে ‘অনুভব ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান সাংবাদিক ইফতেকার নুর তিশন বলেন, অনুভব ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবিক সংগঠন। আমাদের ‘অনুভব ফাউন্ডেশন’ সবসময় সমাজ সেবামূলক কার্যক্রম করে থাকেন। আজকে প্রায় অর্ধ্বযুগ ধরে এই ফাউন্ডেশনটি মানুষের কল্যাণে মাঠে ময়দানে থেকে কাজ করে যাচ্ছে। তারমধ্যে উল্লেখযোগ্য সিলেটে ভয়াবহ বন্যায় চট্টগ্রাম থেকে গিয়ে সাড়ে ৬ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ এবং চট্টগ্রামের আনাচে-কানাচে অসংখ্য এতিমখানায় কোরআন বিতরণ। দেশের অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো ও মানবসম্পদ উন্নয়ন করা আমাদের লক্ষ্য। আগামীতে তিনি একটা অনুভব অনাথ আশ্রম চালু করে তাদের দক্ষ মানবসম্পদ বানাতে চায়।

হতদরিদ্র উপজাতি পারিবারে ও কুকিছড়া পাড়ার বৌদ্ধ বিহারের কম্বল ও শীতের গরম কাপড় বিতরণ করেন মানবিক সহায়তা সংগঠন ‘অনুভব ফাউন্ডেশন’

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর