আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গু প্রতিরোধে দোহাজারী পৌরসভায় মশক নিধন, পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতামূলক র‌্যালি


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

“ডেঙ্গু মানে মরণফাঁদ, সচেতনতা এবং পরিচ্ছন্নতার মাধ্যমে তাদের করবো মোরা কুপোকাত” এই প্রতিপাদ্য নিয়ে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের নির্দেশনায় কনজারভেন্সি বিভাগের তত্বাবধানে মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে পৌর সদরের বিভিন্ন স্থানে ডোবা-নালায় ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়। এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়। এর আগে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, সাংবাদিক এসএম রাশেদ, মুহাম্মদ এরশাদ, জনি আচার্য্য, সৈকত দাশ ইমন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) তন্ময় চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, সাবেক দোহাজারী ইউপি সদস্য নাজিম উদ্দীন, ইস্কান্দার মিয়া, মমতাজ বেগম লিলি, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন, টিকা প্রদানকারী কর্মকর্তা আইভিন আফরোজা, যুবলীগ নেতা জসিম উদ্দিন, ব্যাংকার মো. ফারুক, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রবীন কুমার দাশ প্রমূখ।

দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, “দোহাজারী পৌরসভা এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধে মশক নিধন অভিযানের অংশ হিসেবে পৌরসভার ১১টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে এডিস মশার উৎসস্থলগুলোতে প্রতিনিয়ত ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। পৌরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে দোহাজারী পৌরসভা কাজ করবে।”

মশাবাহিত রোগ ও ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে নিজেদের ঘর-বাড়ী বা দোকানঘরের আশপাশ পরিষ্কার-পরিছন্ন রাখার পরামর্শ দেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর