Hom Slider

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের বার্ষিক সম্মাননা


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য পুলিশে কর্মরতদের সংগঠন ‘বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা) তাদের ‘সিক্সথ এনুয়াল অ্যাওয়ার্ড ডিনার’ আয়োজন করেছে। সম্প্রতি জ্যাকসন হাইটসের একটি পার্টি হলের এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নিউ ইয়র্কের মেয়র এরিক এডামস।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র হচ্ছে এমন একটি দেশ যেখানে বসতি গড়তে হলে মাতৃভূমির মায়া-মমতা ত্যাগের প্রয়োজন হয় না। এ দেশটিকে নিজের মনে করতে পারলে প্রিয় মাতৃভূমিকেই এখানে নিয়ে আসা যায়।’ স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি করম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, সিটি মেয়রের (এশিয়ান বিষয়ক) উপদেষ্টা ফাহাদ সোলায়মান, গিয়াস আহমেদ, নুরুল আজিম, মাহাবুবুর রহমান টুকু, ফখরুল ইসলাম দেলোয়ার, পার্থগুপ্ত, মোহাম্মদ ইসলাম, অ্যাটর্নি মোহাম্মদ গোলাম মোস্তফা, কাজী আজম, মাকসুদ চৌধুরী, ফিরোজ আলম, বাপার মিডিয়া লিঁয়াজো জামিল সরোয়ার ও কম্যুনিটি লিঁয়াজো মাহবুবুর জুয়েল। বাপার বোর্ড অব ট্রাস্টির সবাইকে মঞ্চে ডেকে পরিচিতি পর্বের পর সমাপনী ভাষণ দেন বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক।

তথ্যসূত্র: বিডিনিউজ২৪


Related posts

চট্টগ্রামে বড়দিনের প্রস্তুতিতে উৎসবমুখর পরিবেশ

Chatgarsangbad.net

ক্রিকেটার রুবেলের বাবা আর নেই

Chatgarsangbad.net

চন্দনাইশের বৈলতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা

Chatgarsangbad.net

Leave a Comment