চন্দনাইশে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্ভোধন উপলক্ষে আনোয়ারা কেপিজেড মাঠে বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষে বর্ধিত সভার আয়োজন করেছে চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ জাসিম কনভেনসন হলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আব্দুল কৈয়ুম চৌধুরী, মোহাম্মদ মোজাম্মেল হক, সঞ্চিতা বড়ুয়া। এতে অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা বলরাম চক্রবর্তী, কায়ছার উদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, শাখাওয়াত হোসেন শিবলী, হেলাল উদ্দিন চৌধুরী, জাকের হোসেন চৌধুরী, এডভোকেট আবু ছালেহ প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ২৮ অক্টোবর চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্ভোধনের জন‍্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে অনুষ্ঠিতব‍্য জনসভাকে সফল করার জন‍্য নেতাকর্মীদের দলে দলে যোগদান করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি


Related posts

চন্দনাইশের দোহাজারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Mohammad Mustafa Kamal Nejami

‘গভীর ষড়যন্ত্র চলছে’

Chatgarsangbad.net

চন্দনাইশে বিয়ের খাবার খেয়ে ২শতাধিক বরযাত্রী হাসপাতালে

Chatgarsangbad.net

Leave a Comment