Hom Sliderচট্টগ্রামরাজনীতি

খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িতে হামলার অভিযোগ


অনলাইন ডেস্ক

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে খাগড়াছড়ি কলেজ সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে খাগড়াছড়ি আসছিলেন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা করেন। এ সময় আবদুল্লাহ আল নোমানের গাড়িতেও হামলা চালায় তারা।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। তিনি বলেন, বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে ইটপাটকেল ছোড়া হয়। এতে ছাত্রলীগ ও যুবলীগের চারজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার নাইমুল হক বলেন, ‘বিএনপির গাড়িবহরে হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। হামলার বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে চলছে। যথেষ্ট পুলিশ পাহারা রয়েছে।’


Related posts

প্রত্যেক নাগরিককে ‘হেলথ কার্ড’ দেবে সরকার

Chatgarsangbad.net

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাঁচলাইশ থানা পূর্ণাঙ্গ কমিটি

Chatgarsangbad.net

ঈদের আগে কেন বাড়ছে আমিষের দাম?

Chatgarsangbad.net

Leave a Comment