অনলাইন ডেস্ক
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ছাত্রাবাসে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
বুধবার (৫ এপ্রিল) বিকেলে চট্টেশ্বরী সড়কের প্রধান ছাত্রাবাসে মারধরের শিকার হন এমবিবিএস ৬৩ ব্যাচের ইশতিয়াকুর রহমান।
মারধরকারী জাবেদুল ইসলামও একই ব্যাচের।
জানা গেছে, এমবিবিএস ৬৩ ব্যাচের বেশ ক’জন শিক্ষার্থী রমজান মাসে ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নিলেও ইশতিয়াকুর তা না মেনে ক্লাস করতে যান।
এতে ক্ষুব্ধ হয়ে তাকে ছাত্রাবাসে মারধর করা হয়। এ ঘটনার বিচার চেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে তিনি লিখিত আবেদন করেছেন।
চমেক প্রধান ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও সহকারী অধ্যাপক ডা. রিজোয়ান রেহান বলেন, এটা রাজনৈতিক ঘটনা নয়। শিক্ষার্থীরা ক্লাস না করার সিদ্ধান্ত নিয়েছিল বলে শুনেছি।
কয়েকজন ক্লাসে উপস্থিত হওয়ায় দুজন মারামারি করেছে। চমেক উপাধ্যক্ষ প্রফেসর মো. হাফিজুল ইসলাম জানান, দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় জাবেদুলকে ছাত্রাবাস থেকে বের করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (আজ) এ বিষয়ে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply