আজ চট্টগ্রামে আসছেন আল্লামা তাহের শাহ (মজিআ)


অনলাইন ডেস্ক

দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মজিআ) চট্টগ্রাম আসছেন আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)। হুজুর কেবলার সঙ্গে আসছেন আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মজিআ) এবং সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মজিআ)। আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বিকেল ৫টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন হুজুর কেবলা। শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে মুরাদপুরের ষোলশহর আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় আনা হবে। ওই দিন মাগরিব ও এশায় ইমামতি এবং আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত পবিত্র গেয়ারভি শরিফে অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ৫১তম জশনে জুলুস বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)। জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)। এবার জুলুস জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে সকাল আটটায় শুরু হবে। বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার অলিখাঁ মসজিদ, প্যারেড মাঠের পশ্চিম পাশ হয়ে, চট্টগ্রাম কলেজ, গণিবেকারি, খাস্তগীর স্কুল, আসকার দীঘি, কাজীর দেউড়ি, আলমাস, ওয়াসা, জিইসি, দুই নম্বর গেট হয়ে জামেয়া মাদ্রাসা মাঠে মাহফিলে আসবে। জোহর নামাজের পর দোয়া ও মোনাজাত হবে।

হুজুর কেবলার কর্মসূচিতে সিলসিলার আশেকদের অংশ নিতে কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন আহবান জানিয়েছেন।


Related posts

দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Mohammad Mustafa Kamal Nejami

কর্ণফুলী উপজেলা মাদকদ্রব্য অপব্যবহার সম্পর্কে সচেতনতা বিষয়ক কর্মশালা

Chatgarsangbad.net

ফটিকছড়িতে দরজা ভেঙে মা-মেয়ের লাশ উদ্ধার

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment