মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ 'দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়'র বিজ্ঞান ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের উন্নয়ন ও বিদ্যালয়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ডাইরেক্টর, সেভেন সিজ শিপিং লাইন্স সিইও, আকবর সেভেন গ্রুপ ও আকবর সেভেন ফাউন্ডেশন চেয়ারম্যান মো. আলী আকবর।
বুধবার (২১ জুন) সকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাফর আহমদ এবং অভিভাবক সদস্য আনিসুর রহমানের নিকট প্রথম কিস্তি হিসেবে দুই লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
ইতিপূর্বে দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে অনুদান, দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে অনুদান, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে এয়ারকন্ডিশন স্থাপনের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে অনুদান, জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজে ভবন নির্মাণে অনুদান প্রদান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দোহাজারী পৌরসভার কৃতি সন্তান, সমাজহিতৈষী মো. আলী আকবর।
আলোকিত দোহাজারী গড়তে শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়নে পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা-মসজিদ ও উপজেলার অসহায় হতদরিদ্র অসুস্থ রোগীদের চিকিৎসায় নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নিজ জন্মস্থান দোহাজারীর সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি এলাকার বিত্তশালীদেরও সহযোগীতার আহবান জানান তিনি।