আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Liz Truss

রানীর শেষকৃত্য শেষে রাজনৈতিক কর্মকান্ড শুরু ব্রিটিশ প্রধানমন্ত্রীর


রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে তার রাজনৈতিক কর্মকান্ডে ফিরে আসতে হলো। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে তাকে ছুটতে হলো নিউইয়র্কে।
বরিস জনসনের উত্তরসূরি ট্রাস সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সাক্ষাত করবেন। উভয় নেতাই ব্রেক্সিট ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে ট্রাসের কট্টর অবস্থানের বিরোধী।
রানী দ্বিতীয় এলিজাবেথ গত ৬ সেপ্টেম্বর ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রের প্রধান হিসেবে এটি ছিল রানীর সর্বশেষ আনুষ্ঠানিক কাজ। এর দুদিন পরেই রানী মারা যান। দেশটিতে ১০ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।এরফলে ব্রিটেনের যাবতীয় রাজনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ে।
এদিকে ট্রাস বুধবার জাতিসংঘে তার মূল বক্তব্যে রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা বন্ধে আন্তর্জাতিক তৎপরতা আরো জোরদারের আহ্বান জানাতে যাচ্ছেন। এছাড়া ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থনও তিনি পুনর্ব্যক্ত করবেন।
বৃহস্পতিবার ট্রাসের লন্ডন ফিরে আসার কথা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর