আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

হালদার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান


অনুমোদন ছাড়া বালু উত্তোলন করায় হাটহাজারীতে রাসেল নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের হালদা নদী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে বালুবোঝাই ট্রাকটি আটক করা হয়।
বালু উত্তোলন বন্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের  নিয়মিত মনিটরিংয়ের জন্য বলা হয়েছে।

তিনি আরো বলেন, আটককৃত মো. রাসেলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, তারা হালদা নদীর শাখা খাল ও পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করে, তবে তাদের বালু তোলার কোনও অনুমোদন নেই।

তিনি আরো বলেন, হালদার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর