Hom Sliderবাংলাদেশ

হাটহাজারীতে নতুন পৌর প্রশাসক আবু রায়হান


মো. শোয়াইব, হাটহাজারীঃ হাটহাজারী পৌরসভার নতুন প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন মো. আবু রায়হান। তিনি এর আগে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেছিলেন।

বুধবার (১৬ আগস্ট) রাতে স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-১ এর উপসচিব আব্দুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌরসভার পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় উক্ত পৌরসভার কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪২ এর উপধারা (১) অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হানকে হাটহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।

‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উক্ত পৌরসভার সার্বিক দায়িত্ব পালন ও কর্মকাণ্ড পরিচালনা করবেন।

তিনি নিজ পদ হতে বদলি হলে যথাশীঘ্র স্থানীয় সরকার বিভাগকে অবহিত করবেন’।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে পৌরসভার প্রশাসকের দায়িত্ব যারা পালন করেছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান জনি।


Related posts

লোহাগাড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Saddam Hossain

বিদেশি সংস্থায় বেতন ৪ লাখ, ঘরে বসে কাজের সুযোগ

Shahidul Islam

ইউরো ফাইনাল: ইংল্যান্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন

Chatgarsangbad.net

Leave a Comment