আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে আব্দুর রাজ্জাক স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় জমকালো আয়োজনে মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের আয়োজনে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ময়নার বাপের পাহাড় সংলগ্ন মাঠে ১৬ দলীয় এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্ভোধনী খেলায় পূর্ব দোহাজারী বেগম বাজার ফাইভ স্টার দল ১-০ গোলে আদর্শ গ্রাম ফুটবল দলকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের গোলদাতা জিসান।

এর আগে টুর্নামেন্টের উদ্ভোধন করেন দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি রফিক উদ্দিন মিয়া।

দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুরের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক এম. ফয়েজ আহমদ টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী পৌরসভা যুবলীগ যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন।

এসময় উপস্থিত ছিলেন, ময়নার বাপের পাহাড় মহল্লা কমিটির সর্দার খোরশেদ আলী, সমাজসেবক মফিজুল ইসলাম, যুবনেতা আব্দুল হাকিম রাজু, ব্যবসায়ী শাহজাহান, সাগর দাশ, শিক্ষানবিশ আইনজীবী তৌহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামাল হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আব্দুর রহিম, জাহেদ, মোরশেদ, রুবেল মিয়া, সাকিব, নুরুচ্ছফা, সবুজ, কামাল, মাহবুব আলম, ওসমান আলী প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. ফয়েজ আহমদ টিপু বলেন, যুব সমাজ দেশ ও জাতির অহংকার, তাই খেলাধুলার সাথে যুক্ত থাকলে যুব সমাজকে মাদক এবং বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

পরে ম্যান অব দ্যা ম্যাচ জিসানের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর