আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আবদুর রহমান স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নঈম উদ্দিন আহমেদ চৌধুরী।

আবদুর রহমান স্মরণে সভা ও দোয়া মাহফিল


আওয়ামী লীগ একজন বলিষ্ঠ দৃঢ়চেতা জনদরদী নেতাকে হারাল: নঈম উদ্দিন আহমেদ চৌধুরী

১৬ নং চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সভাপতি, করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুবরণ কারী আলহাজ্ব আবদুর রহমানের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত ০৯ জুলাই রবিবার বাদ আছর কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদে স্মরণ সভা দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ ও মানুষের জন্য কাজ করে গেছেন আবদুর রহমান। ২০২০ সালে কভিড ১৯ বৈষয়িক মহামারি সময়ে মানুষ ঘর থেকে বাহির পর্যন্ত হয় নাই সেই সময়ে তিনি মানুষ কে সাহায্য সহযোগিতার করেছেন, তখনো মাঠকর্মীর দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর মধ্যে দিয়ে আওয়ামী লীগ একজন বলিষ্ঠ দৃঢ়চেতা ও জনদরদী নেতাকে হারাল। বিশেষ অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি বলেন, আবদুর রহমান ভাই রাজনীতিতে জনগণের সাথে সম্পৃক্ততার বিষয়টিকে বড় করে দেখতেন এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে তিনি কারো সাথে আপোষ করতেন না।

এর আগে সকাল ১০ টায় মরহুমের কবরে কোরআন ফাতোহা পাঠ, বিকেল পাঁচটায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, চকবাজার থানা আওয়ামী লীগ, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ, চকবাজার ওয়ার্ড যুবলীগ, চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ, চকবাজার থানা সেচ্ছাসেবকলীগ, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও জিয়ারত করেন। আলহাজ্ব আবদুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মুহাম্মদ সেলিম রহমানের সভাপতিত্বে স্মরণ সভা দোয়া ও মিলাদ মাহফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবু তাহের, জমির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা কে বি এম শাহাজান। এতে উপস্হিত ছিলেন, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মনসুর।

চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম চৌধুরী, আমিনুল হক রঞ্জু, সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদুল আজম শাকিল, সহ-সভাপতি একে,এম আনিসুজ্জামান,মঞ্জুরুল আনোয়ার মান্নান, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজিম, আলহাজ্ব খালেদ জামাল, উদ্দীন,কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক মঞ্জু, আবুল খায়ের বাচ্চু। চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ, জয়নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব ইমরান বিপ্লব, সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন,আবু তাহের, বাহার উদ্দিন খান,আমিনুল হক মঞ্জু,নগর যুবলীগ নেতা বাবু কাজল প্রিয় বড়ুয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক, ইউনুস পিনু, আমিনুল ইসলাম আমিন, শহিদুল ইসলাম মন্ডল,আলী হায়দার ভুইয়া, চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম, জাহিদুল আলম জাহেদু,আয়াজ মোহাম্মদ রকি, বিপ্লব বর্ধন, নাহিদুল ইসলাম জাবেদ, ইমাম উদ্দিন,মোহাম্মদ মহিউদ্দিন আরিফুল ইসলাম সুমন, আরিফুর রহমান মাসুদ, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল,মাকসুদ জামিল মারুফ, সাইফুল আলম মোরশেদ, ছাত্রনেতা মোহাম্মদ মহসিন,শুভ দে, ফরহাদুর রহমান ফয়সাল,নাফিস হায়দার ভুইয়া, প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিল বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক গবেষক কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মৌলানা আবদুল মান্নান তিনি দেশ ও জাতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যে কামনা করে দোয়া কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর