নেত্রীর নির্দেশনা মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি: আবদুচ ছালাম


অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ১১টায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ বড় দল। এবার প্রথমবারের মত জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়নের বাহিরে স্বতন্ত্র প্রার্থী হতে অনুমতি দিয়েছেন। আমি নেত্রীর নির্দেশনা মোতাবেক প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি। আমি সারাজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আশা করছি, নির্বাচনে বিপুল ভোটে আমি জয়লাভ করবো।


Related posts

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নসরুল কদির

Mohammad Mustafa Kamal Nejami

ঈদগাঁও বাজারের কোটি টাকার জায়গা দখলে নিতে মরিয়া প্রভাবশালী চক্র

Chatgarsangbad.net

যেকোনো সন্ত্রাসী কর্মকান্ড কঠোরভাবে ভাবে দমন করা হবে -ডিসি সাইফুল ইসলাম

Md Maruf

Leave a Comment