এবিবি-বাফেদার সভা: প্রবাসী আয়ে ডলারের দাম ৫০ পয়সা কমেছে


ডলারের বাজার স্বাভাবিক করতে ডলারের দামে কিছুটা পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের সর্বোচ্চ দাম ঠিক করা হয়েছে ১০৭ টাকা ৫০ পয়সা। আগে প্রবাসী আয়ে প্রতি ডলারের জন্য ১০৮ টাকা দেওয়া হতো। প্রবাসী আয়ে ডলারের নতুন এ দাম কার্যকর হবে ১ অক্টোবর থেকে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা হয়।

এবিবির পক্ষে সংগঠনটির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন, বাফেদার পক্ষে সংগঠনটির চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আফজাল করিমসহ দুই সংগঠনের কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।


Related posts

জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছাল

Mohammad Mustafa Kamal Nejami

মহেশখালীতে অস্ত্র ও গুলি সহ ভাড়াটে সন্ত্রাসী টুনাইয়া গ্রেফতার

Md Maruf

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

Chatgarsangbad.net

Leave a Comment