কুরবানি ঈদকে কেন্দ্র করে খাতুনগঞ্জে মসলা ব্যবসায়ীর সিন্ডিকেট


অনলাইন ডেস্কঃ কুরবানি ঈদকে কেন্দ্র করে খাতুনগঞ্জে মসলা ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে। বুধবার (৫ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র উঠে আসে।

অভিযানে এবি ট্রেডার্সকে ১ লাখ, সুলতান ট্রেডার্সকে ৫ হাজার এবং আল আমানত ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরমধ্যে এবি ট্রেডার্সে অপরাধ, প্রতিষ্ঠানটি ১ হাজার ৪৪৪ টাকা প্রতিকেজি এলাচ আমদানি করে সেটি পাইকারিতে ৪ হাজার ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি করছে।

অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ।

আরও পড়ুন খাতুনগঞ্জে আইন অমান্যের দায়ে ২ ব্যবসায়ীর শাস্তি

জরিমানার বিষয়টি নিশ্চিত করে রানা দেবনাথ চাটগাঁর সংবাদকে বলেন, ‘জানুয়ারি থেকে এবি ট্রেডার্সের আমদানি ও বিক্রির নথিপত্র দেখিছি আমরা। সর্বশেষ যে এলাচ এনেছে তাতে ১২০ টাকা ডলারের মূল্য ধরলে খরচ পড়ে ১ হাজার ৪৪৪ টাকা। প্রথম দিকে তারা ১ হাজার ৮৫০ টাকায় প্রতিকেজি এলাচ বিক্রি করতো। ক্রমান্বয়ে বাড়াতে বাড়াতে ৪ হাজার ৪৫০ টাকা পর্যন্ত বিক্রির স্লিপ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি একই সঙ্গে আমদানিকারক আবার পাইকারি বিক্রেতাও। ঈদুল আজহাকে সামনে রেখে এলাচের বাজারে অস্থিরতা তৈরি করছে একটি চক্র।’

তিনি জানান, একই অভিযানে সুলতান ট্রেডার্সে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা এবং আল আমানত ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

জাহাজ কিনবে বিএসসি: নৌ প্রতিমন্ত্রী

Chatgarsangbad.net

কাঞ্চনা ইউনিয়নে রাস্তা মেরামতের কাজ করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা

Md Maruf

একনেকে চিটাগাং মেট্রোপলিটন এরিয়া প্রকল্পের অনুমোদন

Chatgarsangbad.net

Leave a Comment