চট্টগ্রাম

সাতকানিয়ায় বিজয় দিবস উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


সাতকানিয়ায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বারের মতো সাঁতার প্রতিযোগিতা হয়েছে। উপজেলা পৌর সদরের কানু পুকুরের চারপাশে ছিল দর্শকদের উপছে পড়া ভিড়। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার, পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরীসহ স্থানীয় বাসিন্দারা।

দুটি বিভাগে এই সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী হন, (ক) দলে আবু মনছুর, রাকিব, মোহাম্মদ জিসান ও (খ) দলে কবির মোহাম্মদ হোসেন, আজগর হোসেন ও সিরাজুল ইসলাম ।

ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, ‘আমরা বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন দিবস উপলক্ষে অন্যান্য আয়োজনের পাশাপাশি নিয়মিত সাঁতার প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করব।’

সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, গত কয়েকদিন আগে আমরা সরকারী সম্পত্তি কানু পুকুর ভূমি খেকোদের হাত থেকে দখলে নিয়েছি। এখন আমরা এই পুকুরে নিয়মিত সাঁতার প্রতিযোগিতার আয়োজন করতে পারব। এই পুকুর সব সময় পরিষ্কার রাখার জন্য স্থানীয়দের অনুরোধ করেন তিনি।


Related posts

‘বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদের অবদান জাতি আজীবন শ্রদ্ধায় স্মরণ করবে’

Chatgarsangbad.net

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন নরেন সাহা

Saddam Hossain

সাতকানিয়ায় হাত পা বাধা যুবকের লাশ উদ্ধার।

Shahidul Islam

Leave a Comment