চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

‘চাটগাঁর সংবাদ’-এর ১যুগ পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্কঃ

চট্টগ্রাম থেকে প্রকাশিত ডিএফপিভূক্ত বহুল প্রচারিত সাপ্তাহিক ‘চাটগাঁর সংবাদ’ ১ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর’২৪ ইং শনিবার বিকাল ৫ টার সময় মোমিন রোডস্থ সাফরান রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ‘চাটগাঁর সংবাদ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। পত্রিকার উপদেষ্টা সম্পাদক ইমরান আহমদের সঞ্চালনায় প্রন্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ ইছহাক। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ঠ লেখক ও সাংবাদিক আক্তার উদ্দিন চৌধুরী, চাটগাঁর সংবাদ-এর নির্বাহি সম্পাদক মোস্তফা কামাল নিজামী, বার্তা সম্পাদক এনামুল হক রাশেদী, তরুন উদ্যোক্তা আল কামাল সানিম।

চাটগাঁর সংবাদ-এর এক যুগ পূর্তি অনুষ্ঠান আয়োজনে মূক্ত আলোচনায় অংশ গ্রহন করেন, লায়ন এসবি জীবন, এসকে সাগর, সাইদুর রহমান চৌধুরী, হারুনর রশীদ, সাদ্দাম হোসেন, আহসান উদ্দিন পারভেজ, সুজন, মোঃ কাইয়ুম প্রমুখঃ।

আগামী ২২ নভেম্বর চাটগাঁর সংবাদ-এর এক যুগ পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে হেল্থ ক্যাম্প পরিচালনা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা, সাংবাদিকতার বিভিন্ন বিভাগে চৌকস, মেধাবী সাংবাদিকদের জুরি বোর্ডের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান, পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ নিয়ে সারগর্ভ আলোচনা পূর্বক সিদ্ধান্ত গৃহীত হয়। যুগপূর্তি উৎসবকে সফল করতে সমাজের সর্বস্তরের সৃজনশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করা হয়।


Related posts

ডিসেম্বরে বিনামুল্যে ১০ জনের চোখ অপারেশন করাবে ‘ফেইথ’

Chatgarsangbad.net

সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত

Shahidul Islam

চন্দনাইশ সাতবাড়িয়ায় মাওলানা আব্দুস সালাম হাবিব- ছামুদা খাতুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment