চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

বোয়ালখালীতে হিট স্ট্রোকে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:

চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে উঠে প্রচন্ড গরমে হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষক।

রোববার (২৮ এপ্রিল) সকালে মাদ্রাসা খোলায় তিনি নগরীর চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে ফেরিযোগে আসার সময় হিটস্টোক করেন। তিনি মোস্তাক আহমেদ কুতুবী বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন। কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে । তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা মোহাম্মদ মোস্তফা আহম্মেদ এ প্রতিবেদনে জানান, সকালে অফিসের সময় ৯.১০মি: কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে উঠেন ওই শিক্ষক। তিনি হঠাৎ ফেরিতে অসুস্থ হয়ে ঢলে পড়েন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।


Related posts

চট্টগ্রামের ডবলমুরিং চৌমুহনীতে ঈদে মেরাজ শরীফ ও শানে হযরত খাজা বাবা (র:) সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত

Chatgarsangbad.net

শোক সংবাদ (বেগম রিজিয়া সিরাজের মৃত্যু)

Chatgarsangbad.net

আজ চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী’র জন্মদিন

Chatgarsangbad.net

Leave a Comment