চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য বাঁশখালী উপজেলার চাপাছড়ি গ্রামের বাসিন্দা মাহাবুবুল আলম সোমবার (১০ জুলাই) পাহাড়তলীতে চোখের ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার পথে একটি কাজ আছে বলে সাথে থাকা সন্তানকে জিইসি মোড়ে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে আর ওদের কাছে ফিরে আসেনি।
তাঁর কাছে মোবাইল ফোন এবং কোনো জিনিসপত্র ছিলনা। রাত হলেও সে বাসায় ফিরে না আসায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। জিডি নম্বর-৭৯৭। গত এক সপ্তাহ তাঁকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো। ০১৮৭৮৩০৪৭৫২ (বাসার নাম্বার), ০১৫৩৭৪১৮৪০২।