দিদারুল আলম (দিদার)➤চাটগাঁর সংবাদ
উপজেলার সীতাকুণ্ড ৭ নং কুমিরা ইউনিয়নে জেলে পাড়ায় এক মাদক সেবীর হামলার শিকার একই পাড়ার অসহায় একটি জেলে পরিবার।এই হামলায় ৩জন আহত।
জানা যায় হামলাকারী মাদকসেবী মহিউদ্দিন, পিতা- মোঃ মিয়া, মাদকাসক্ত অবস্থায় কুমিরা জেলে পাড়ার জীবন-সর্দার বাড়ির রনজীতের ঘরে ঢুকে মহিলা সহ পরিবারের ৩ সদস্যকে বেদম প্রহার ও শ্লীলতা হানি করে,এসময় এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারী মাদকসেবী মহিউদ্দিন পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় মেম্বারের পরামর্শে হামলার শিকার জেলে পরিবার পুতুল রানী,রনজীত ও তাদের মেয়ে থানায় মামলা দায়ের করেন।
সীতাকুণ্ড মডেল থানার এ এসআই সুজন শর্মা জানান জেলেদের একটি অভিযোগ তিনি পেয়েছেন।এবং তদন্ত করে এর ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে স্থানীয় মেম্বার সেলিম ও এলাকাবাসী প্রশাসনের নিকট মাদকাসক্ত ও এই মাদক ব্যবসায়ী মহিউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য হামলাকারী মহিউদ্দিন দীর্ঘদিন যাবত জেলে পাড়ায় এমন হীন অপরাধের সাথে জড়িত বলে আরো অভিযোগ রয়েছে।
Leave a Reply