আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: কর্ণফুলীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

কর্ণফুলীতে প্রাণীসম্পদ সপ্তাহ সেবা ও প্রদর্শনী মেলা 


ওসমান হোসাইন, কর্ণফুলীঃ ‘প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সারাদেশের মতো চট্টগ্রামের কর্ণফুলীতেও উদযাপিত হচ্ছে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচি অনুযায়ী কর্ণফুলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং বাংলাদেশ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এল.ডি. ডি.পি) সহযোগিতায় উপজেলা পরিষদের অস্থায়ী মাঠে ৩২টি ষ্টলে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিতে ছিলো আলোচনা সভাও। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জন্নাতের সভাপতিত্বে উপজেলা উপ-প্রাণী সম্পদ কর্মকর্তা রিমি বাসেক সঞ্চালনায় এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী।

ফারুক চৌধুরী এসময় বলেন, ‘উপজেলা নতুন ভবনে প্রাণিসম্পদ অফিসের একটি অফিস থাকবে, এছাড়া স্থায়ী ভবন নির্মানের জন্য সর্ব্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

আরও পড়ুন কর্ণফুলীতে দেশের প্রথম মহিলা অর্থ প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুম্মান তালুকদার। তিনি বলেন, ‘এই প্রদর্শনীর লক্ষ্য ও উদ্দেশ্য হলো, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি , ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি,  বিজ্ঞানভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা।’

প্রদর্শনীতে ৩২টি ষ্টলে উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী ও শৌখিন পাখিসহ (কবুতর, তিতির প্রভৃতি) বিভিন্ন প্রজাতির পোষা কুকুর ও বিড়াল প্রদর্শন করা হয়। এছাড়া উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন দুগ্ধজাত পণ্য (মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা ইত্যাদি) উৎপাদিত বিভিন্ন মাংস প্রক্রিয়াজাত পণ্য এসব স্টলে প্রদর্শিত হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, কর্ণফুলী ডেইরী এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান, পোল্ট্রি এসোসিয়েশনের প্রতিনিধি  মোহাম্মদ জাহেদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর