আজ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে সামাজিক সংগঠন ইয়াং বয়েজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন


নিজস্ব প্রতিবেদক 

বন্দর থানাধীন পোর্ট কলোনিতে সামাজিক সংগঠন ইয়াং বয়েজের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু।

উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সি.বি.এ)’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আবু নাসের জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, সামাজিক সংগঠন ইয়াং বয়েজ বন্দর এলাকায় ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সবসময় জনসাধারণের পাশে থেকেছে।নানা মানবিক সহায়তায় তাদের অংশগ্রহণ ছিলো চোখে পরবার মত।সংগঠনের সকল সদস্যের প্রতি তিনি বর্ষায় দুইটি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শরিফের সঞ্চালনায় ও সভাপতি মো: সোহেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আদ্রিজা রে, সংগীত পরিবেশন করেন আওয়াল খান শাহীন।

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সদস্য আশীষ কান্তি মুহুরি, চট্টগ্রাম বন্দরের শ্রমিক নেতা জামিল আহমেদ মিলন, ফরহাদ আবদুল্লাহ, রমজান আলী, জুবায়ের হোসেন অভি, মো হানিফ, তুহিন, মাসুদ, জটিল, ইমরান, সালাম, অনুপম, শাহেদ, বাপ্পা, অনিক, ইসমালই হোসেন, আমিনুল ইসলাম সবুজ, আওলাদ হোসেন বাবু আবিদ হাসান, সুলতান ফাহিম, সজীব কান্তি দাশ, রাজা শাহ, রায়হান, রায়হান খান, ফয়সাল, আহমেদ রকিব, নাজমুল, রাহাত, রিসালাত, ইমন, বাদশা, ইমন, সিয়াম, রাফি, রাব্বি প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর