আজ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

চন্দনাইশে মুদি দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করে জরিমানা গুণলেন ব্যবসায়ী


 

মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশে মুদি দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও দ্রব্যমূল্য প্রদর্শন না করা এবং নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় দুইটি প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মৌলভী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে উপজেলার মৌলভী বাজার সংলগ্ন এলাকায় বাজার মনিটরিং করা হয় এবং বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করা হয়। এসময় দ্রব্যমূল্য প্রদর্শন না করায় ও অনুমোদনবিহীন ভাবে মুদির দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ‘মের্সাস কুটুম ষ্টোর’ এর মালিক শাহজাহান কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় কালী হাট এলাকায় ‘মা কালী মিষ্টি ভান্ডার’ এর মালিক সুজিত দেবকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর