আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

পরিবেশ দূষণ কমাতে ওয়ানটাইম প্লাস্টিক নিষিদ্ধ করলো ইংল্যান্ড


পরিবেশ দূষণ কমাতে ওয়ানটাইম বা একক-ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করছে ইংল্যান্ড। দ্য গার্ডিয়ানের এক খবরে জানানো হয়েছে, ইংল্যান্ডে প্রতি বছর প্রায় ১১০ কোটি এ ধরনের পণ্য ব্যবহার হয়। এর মাত্র ১০ শতাংশ পুনর্ব্যবহার করা হয়। ফলে সাগরে প্লাস্টিক দুষণ কমাতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। রবিবার (৮ জানুয়ারি) সংবাদমাধ্যম জানায়, ইংল্যান্ডের পরিবেশমন্ত্রী থেরেস কফি ওয়ানটাইম প্লাস্টিক নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, একটি প্লাস্টিকের কাঁটাচামচ পচতে ২শ বছর পর্যন্ত সময় লাগতে পারে। বেশকিছু পদক্ষেপ নেয়া হলেও আমরা জানি, এ সমস্যা সমাধানে আরো অনেক কিছুই করতে হবে। সাধারণ মানুষ চায়, এ ধরনের পণ্য ব্যবহার বন্ধ করে দেয়া হোক। তাদের আহ্বানেই আমরা এবারের পদক্ষেপটি নিয়েছি। থেরেস আশা করছেন, এ পদক্ষেপ প্লাস্টিক দুষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।

গত বছর পরিবেশ বিষয়ক একটি দপ্তর ওয়ানটাইম পণ্য নিষিদ্ধ করার আহ্বান জানায়। মূলত তাদের সুপারিশেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তারা বলেছে, খাবার ও পানীয়ের জন্য ব্যবহৃত প্লাস্টিকের পণ্যগুলো মহাসাগরে ব্যাপক দুষণ ঘটায়।

ভাষান্তর: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর