Hom Sliderআন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর ঊর্ধ্বমুখী


ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ার পাশাপাশি ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির হার শিথিল হওয়ার প্রত্যাশায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। খবর বিজনেস রেকর্ডার। গতকাল স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৬২ ডলার ৩২ সেন্টে। গত বছরের ১৩ জুনের পর এটিই সর্বোচ্চ দাম। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ১ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৬৮ ডলার ৩০ সেন্ট। গতকাল ডলারের মূল্যসূচক দশমিক ৬ শতাংশ কমেছে। এতে অন্যান্য মুদ্রার ক্রেতা ও বিনিয়োগকারীদের কাছে ডলারে লেনদেন হওয়া স্বর্ণের চাহিদা বেড়েছে।

কাইন্সিস মানি এক্সটার্নালের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধির মাত্রা শিথিল করতে পারে। সুদের হার দশমিক ২৫ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করছেন বেশির ভাগ বিনিয়োগকারী। আবার কেউ কেউ বলছেন, সুদের হার দশমিক ৫০ শতাংশ বাড়ানো হতে পারে।

তথ্যসূত্র: বণিক বার্তা


Related posts

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

অক্সিজেনে আগুনে পুড়েছে মেটস পেপার মিল

Chatgarsangbad.net

চট্টগ্রামের সড়কে প্রজাপতি ফ্রেমের দৃষ্টিনন্দন এলইডি বাতি

Chatgarsangbad.net

Leave a Comment