আজ আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠক


আজ ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার বাদে মাগরিব শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকতের বৈঠক, যিকির ও দোয়া মাহ্ফিল গারাংগিয়ার পীর ও শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা শায়খে তরিকত শাহসুফি মাওলানা মাহমুদুল হক মজিদীর (ম.জি.আ), পীর সাহেব কেবলা গারাঙ্গিয়া সাতকানিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।মাহফিলে বাদে মাগরিব ত্বরিকতের ছবক প্রদান করবেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ সুুফি ক্বারী আবদুল মাবুদ।এতে আরো অনেক গণ্য মান্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখ তশরীফ আনবেন ।কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত অনুরক্তদের শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের আজকের মাসিক তরিক্বত বৈঠক যিকির ও দোয়া মাহফিলে সকলের প্রতি উপস্থিত থাকার আন্তরিক দাওয়াত জানিয়েছেন।


Related posts

চট্টগ্রামের পাহাড় কাটার অপরাধে আটক ১

Md Maruf

ঈদগাঁওর শিক্ষক আলমগীরের বিরুদ্ধে যত অভিযোগ

Md Maruf

পতেঙ্গায় শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের উদ্যোগে লোকনাথ ব্রাক্ষচারী ১৩২ তম তিরোধান উপলক্ষে ধর্মীয় সভা

Chatgarsangbad.net

Leave a Comment